প্রশাসনের অনুমতি না মেলায় বাঁকুড়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রকাশ্য সভা বানচাল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৭ ডিসেম্বর: জেলা প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল হয়ে গেল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রকাশ্য সভা।রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বৌদ্ধিক প্রমুখ শান্তারামজীর সভার আয়োজন করা হয় স্থানীয় বোস্টেল মাঠে। মাঠে সভা করার জন্য বোস্টেল কর্তৃপক্ষ অনুমতি দিলেও স্থানীয় প্রশাসনের অনুমতি মেলেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয় প্রকাশ্য সভা করা যাবে না।

এদিকে বৌদ্ধিক প্রমুখের সভা নিয়ে রীতিমতো সমস্ত রকম আয়োজন করা হয়। শেষ মুহূর্তে সভার অনুমতি না মেলায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্বয়ং সেবক সংঘ। একটি অরাজনৈতিক সংগঠনের সভার অনুমতি না মেলায় জনমানসেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বাকুঁড়া জেলা সংঘ চালক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, সংঘের বৌদ্ধিক প্রমুখের সভার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত ভাবে অনুমতির আবেদন করা হয় কিন্তু শেষ মুহূর্তে প্রকাশ্য সভা করা যাবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।সমস্ত রকম আয়োজন করার পর অনুমতি না মেলায় সমস্যায় পড়েছেন তারা। অবশেষে বাধ্য হয়েই ধর্মশালায় সভার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *