সায়ন ঘোষ, নদিয়া, ৯ ডিসেম্বর: গ্রামে ঢোকার রাস্তা সংস্কারের দাবিতে বনগাঁ–চাকদা রোড অবরোধ করল গ্রামবাসীরা। ক্ষুদে পড়ুয়াদের আর্তনাদ শুনেও স্কুলবাস ছাড়ল না অবরোধকারীরা। ঘটনা স্থলে পৌছন বিডিও। প্রায় তিনঘণ্টা পর ঘটনা স্থলে আসে চাকদা থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার শিলিন্দা খনির মোড় এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, বনগাঁ-চাকদা রোড থেকে গ্রামে ঢোকার চার কিলোমিটার রাস্তা রয়েছে। সেই রাস্তার অবস্থা বেহাল। অভিযোগ, রাস্তা তৈরির শিলানাসও হয়েছে। রাস্তা তৈরির টাকা সাংসদ কোটায় খরচও দেখানো হয়েছে। অথচ রাস্তা তৈরি বা সংস্কারের কোনও কাজ হয়নি। বিভিন্ন দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। এর প্রতিবাদে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথ অবরোধ করে। অবরোধে আটকে থাকা স্কুলবাস ছাড় পেল না। পাশাপাশি পণ্য বোঝাই ট্রাক ও ওই রূটের সমস্ত যানবাহন আটকে পড়ে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর চাকদা থানার পুলিশ ও র্যাফ এসে অবরোধ তুলে দেয়।