আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর:
নাগরিকত্ব আইন পাশের পরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক হিংসার ছবি প্রকাশ্যে এসেছে। ট্রেন, বাস থেকে শুরু করে সরকারি সম্পত্তি বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কিছুই। লাগাতার চলছে আন্দোলন। এই আন্দোলনের মাঝেই ৩৪ নম্বর জাতীয় সড়কে কার্যত পিকনিকে মাতলেন বিক্ষোভকারীরা। অন্যভাবে প্রতিবাদ করতেই রাস্তা আটকে রান্নার ব্যবস্থা করলেন বিক্ষোভকারীরা। রাস্তাতেই পাত পেড়ে খেলেন বিক্ষোভকারীরা।
শুক্রবার থেকে লাগাতার আন্দোলন চলছে উত্তর ২৪ পরগণার বসিরহাট, বনগাঁ, বারাসাত, আমডাঙ্গা সহ বিভিন্ন জেলায়। স্টেশন-বাসস্ট্যান্ড কোনও কিছুই যেন সুরক্ষিত নয়। রবিবার সকাল থেকে একই পরিস্থিতি উত্তর ২৪ পরগনার আমডাঙা, কামদেবপুর-সহ বিস্তীর্ণ এলাকায়। তবে এদিন সকালে হঠাৎই অন্য ছবি দেখা গেল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কামদেবপুর এলাকায়। দেখা গেল হাঁড়ি, কড়াই জড়ো করছেন বিক্ষোভকারীদের একাংশ। একে একে আসে সবজি, প্রয়োজনীয় মশলাপাতি। এরপর রাস্তার উপর, অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় রান্না।
রান্না শেষে রাস্তার উপরই পাত পেড়ে খাওয়াদাওয়া করেন কয়েকশো মানুষ। কার্যত প্রতিবাদ জানাতেই এই পন্থা বলে জানান বিক্ষোভকারীরা।
তাদের কথায়, সকলের ইচ্ছেয় চাঁদা তুলে রাস্তায় বসে এই খাওয়ার আয়োজন করা হয়েছে। ধর্ম নির্বিশেষেই বহু মানুষ এই প্রতিবাদে যোগ দিয়েছেন। তবে তাঁদের এই কর্মকাণ্ডের জেরে এদিনও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন মানুষ।