আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ আগস্ট: এক গৃহবধুর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার যতীনদাস নগর এলাকায়। মৃত ওই গৃহ বধূর নাম সোনালি সাহা ওরফে মিঠু (৩২)। এই ঘটনায় বেলঘরিয়া থানার পুলিশ মৃতের স্বামী নন্দ দুলাল সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, স্ত্রী সোমালি তাঁর স্বামী নন্দ দুলালকে বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় নিয়ে সন্দেহ করত। তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন অশান্তি চলছিল। নন্দ দুলাল পেশায় প্রোমোটার। রবিবার বিকেলে এই দম্পতির মধ্যে অশান্তি হয়। এরপরই সোমালি দেবীর মৃতদেহ উদ্ধার হয় তাদের ফ্ল্যাট থেকে। পুলিশ সূত্রে খবর, সোমালি দেবীকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁর স্বামী কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসকরা জানায় ওই মহিলার মৃত্যু হয়েছে। পাড়া প্রতিবেশীরা এই খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্ত স্বামীকে ওই হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ছবি: নন্দদুলাল সাহা।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, নন্দদুলাল সাহা নিজেই তার স্ত্রীকে খুন করে দেহ নিয়ে হাসপাতালে গিয়েছিল। দীর্ঘদিন ধরে নন্দ দুলাল তাঁর স্ত্রীকে মারধর করত। ৯ বছর আগে সাহা দম্পতির বিয়ে হয়েছিল, তাদের একটি সন্তান রয়েছে। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মৃতের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের সদস্যরা। বেলঘরিয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

