রামপুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান তৃণমূলময়, ক্ষোভ সর্বত্র

আশিস মণ্ডল, বীরভূম, ২ আগস্ট: শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মঞ্চ তৃণমূলের দখলে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ থেকে প্রাক্তনীরা। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার ছিল বীরভূমের রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই অনুষ্ঠান মঞ্চে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, দলের শ্রমিক সংগঠনের রামপুরহাট শহর সভাপতি আব্দুর রেকিব, কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রামপুরহাট পুরসভার কর্মী অভিজিৎ মণি, তৃণমূল নেতা সুকান্ত সরকার সহ আরও অনেকে। মঞ্চের নীচেও ছিল তৃণমূল নেতাদের ভিড়।

এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলের শিক্ষক বলেন, “স্কুলটা যেন তৃণমূলের পাটশালা হয়ে গিয়েছে”।

প্রাক্তন ছাত্র অমিতাভ হালদার বলেন, “স্কুলের অনুষ্ঠানে থাকবেন শিক্ষা জগতের লোকজন। কিন্তু সেই মঞ্চে তৃণমূল নেতাদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে তৃণমূলের সভায় পরিণত করেছে স্কুল কর্তৃপক্ষ। এনিয়ে প্রাক্তনীদের আন্দোলনে নামা উচিত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *