রাজেন রায়, কলকাতা, ১৮ নভেম্বর: শুরু হয়ে গেল আগামী বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধন ও প্রস্তুতকরণের কাজ। বুধবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বিশেষ সংশোধনীর কাজ, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তার আগে প্রকাশিত হবে ভোটার লিস্টের খসড়া তালিকা। একই সঙ্গে চলবে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার কাজ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশোধনের সময় ধারাবাহিকভাবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদন গ্রহণ এবং শুনানি চলতে থাকবে। চূড়ান্ত প্রক্রিয়া চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সব ঠিক থাকলে এই তালিকাতেই হবে বিধানসভা নির্বাচন।
ভোটার তালিকা সংযোজন এবং সংশোধন চলার সময় প্রতি শনি এবং রবিবার বিশেষ ক্যাম্প হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর। ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাঁরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এর জন্য তাঁদের পূরণ করতে হবে ছ’নম্বর ফর্ম। সাত নম্বর ফর্মে নাম বাতিলের আবেদন করা যাবে। আট নম্বর ফর্ম সংশোধনের জন্য। সমস্ত ফর্মগুলি পূরণ করে অনলাইনেও আবেদন করা যাবে।
পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য রাজ্যের ২৪ টি জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, সেই ভিডিয়ো কনফারেন্সে বুথ স্তরের অফিসার-রা যাতে নির্দিষ্ট সময় বুথে বসেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনও অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না। ভোটার তালিকা সংশোধনীতে পরিযায়ী শ্রমিক বিশেষভাবে সক্ষমদের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। পরবর্তী সময়ে এ নিয়ে কোনো অভিযোগ শুনতে চায় না নির্বাচন কমিশন।