আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ অক্টোবর: মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর গান্ধী ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন পর্ব। সোমবার বিকেল থেকেই শহরের গান্ধীঘাটে পুরসভার সহযোগিতায় ক্রেনের সাহায্যে প্রতিমা বিসর্জন করেছে শহরের বেশ কয়েকটি পুজো কমিটি। পুজো কমিটিগুলি যাতে সুষ্ঠু ভাবে প্রতিমা বিসর্জন করতে পারে, তার জন্য আগে ভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ বা সুব্যবস্থা করেছিল মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন। সবরকম সরকারি বিধি মেনে সোমবার বিকেল থেকেই সুষ্ঠ ভাবে বিসর্জন প্রক্রিয়া শুরু হয় মেদিনীপুরে।