প্রদীপ দাস, আমাদের ভারত, কলকাতা, ১৫ জানুয়ারি: পশ্চিমবঙ্গের এক হাজার বুদ্ধিজীবীর সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইজন্য বাছাই করা বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সেই বাছাই করা বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
রাজ্য বিজেপির সংগঠন আগের তুলনায় অনেক মজবুত হলেও তাদের পক্ষের বুদ্ধিজীবী খুবই কম। বিভিন্ন ইস্যুতে দেখা গেছে বামপন্থী বুদ্ধিজীবীদের সঙ্গে লড়াই দেওয়ার মতো বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা পেরে ওঠেন না। তাছাড়া এই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের সেভাবে বিজেপি সামনের সারিতে আনতে পারেনি। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। তার আগে রাজ্যের আরএসএস পন্থী বুদ্ধিজীবীদের একত্রিত করার উদ্যোগ নিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। জানা গেছে, প্রধানমন্ত্রী রাজ্যের যেসব বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন তাদের তালিকা তৈরি করছে আরএসএস। এব্যাপারে বিজেপিকে সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি।
বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করবে আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন এবং তাদের অনুসারী সংগঠনের দায়িত্ব প্রাপ্ত কার্য কর্তারা। জানা গেছে, বিদ্যার্থী পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বনবাসী কল্যাণ আশ্রমের মত বিভিন্ন সংগঠনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই সব সংগঠনের মূলত সংগঠন সম্পাদকদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রত্যেকটি সংগঠন থেকে সংঘ ঘনিষ্ট ২০ থেকে ২৫ জন বুদ্ধিজীবীর নামের তালিকা তৈরী করে করে তাড়াতাড়ি পাঠাতে বলা হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ব্যাপার রয়েছে। সেই জন্য এই নামের তালিকা চূড়ান্ত হওয়ার পর তাদের আমন্ত্রণ পত্র পাঠানো হবে। সেই আমন্ত্রণ পত্র দেখিয়েই তাঁরা প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সভায় উপস্থিত থাকতে পারবেন।
জানা গেছে, ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, হয়তো সেখানেই এই বুদ্ধিজীবীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরির দায়িত্ব সংঘ নিজের হাতেই রেখেছে।বিজেপির ক্ষেত্রে একমাত্র সংগঠন সম্পাদককে তালিকা তৈরি করতে বলা হয়েছে। বিজেপির সংগঠন সম্পাদক নিজেও আরএসএসের প্রচারক। তাই বলা যায়, প্রধানমন্ত্রী বৈঠক করলে বিজেপির কোনও নেতাকে এব্যাপারে সরাসরি দায়িত্ব দেওয়া হয়নি। জানাগেছে, শুধু কলকাতা কেন্দ্রীক নয়, রাজ্যের সব জেলা থেকেই যাতে প্রতিনিধিত্ব থাকে সেইভাবে তালিকা তৈরি করা হচ্ছে।