আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: প্যারিস প্যারা অলিম্পিকে পদকপ্রাপ্ত সেমার ভবিষ্যতের আরও সাফল্য কামনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শনিবার রাষ্ট্রপতি এক্স হ্যান্ডলে লিখেছেন, “প্যারিস ২০২৪ প্যারা অলিম্পিকে পুরুষদের শট পুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য হোকাতো হোতোজে সেমাকে আন্তরিক অভিনন্দন। ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া হোকাতো তাঁর প্রথম প্যারা অলিম্পিকে একটি পদক জিতেছেন। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।”
প্রসঙ্গত, একটা সময়ে ল্যান্ড মাইনে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে তাঁর শরীর সেভাবে আর কাজ করত না। তবে হার না মেনে বিশ্বের মঞ্চে দেশের জন্য অন্য লড়াই শুরু করেন হোকাতো হোতোঝে সেমা। বয়সকে পিছনে ফেলে দেশের হয়ে পুরুষদের শট পুট F57 ইভেন্টে নামেন। আর সেখানেও সফল হন তিনি।”