আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: দলের প্রতি ক্ষুব্ধ হয়ে অনুগামীদের নিয়ে দল ছাড়লেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি দুলাল মন্ডল। শুক্রবার গোয়ালতোড়ের গানদুয়ারীতে বাড়িতে বসে ইস্তফা পত্র পাঠিয়ে দেন জেলা নেতৃত্বের কাছে। এই ঘটনায় জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানাগেছে, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তার অনুগামী হিসেবে পরিচিত কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি দুলাল মন্ডল প্রায় শতাধিক তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে দল থেকে সরে দাঁড়ান। তবে তার পদত্যাগের পর দলে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন গোয়ালতোড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী। এদিন তিনি তাঁর বাড়িতে অনুগামীদের নিয়ে বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন দল ছাড়ার। দুলাল মন্ডল দলের প্রতি ক্ষোভ উগরে বলেন, বাইশ বছর ধরে তৃণমূল করে আসছি। সিপিএমের হার্মাদ বাহিনি এবং মাওবাদীদের কার্যকলাপের মাঝে দলকে প্রতিষ্ঠা দিয়েছি। কিন্তু সেভাবে কোনও মর্যাদা পাওয়া যায়নি। বিনিময়ে শুধু লাঞ্ছনা আর অপমান জুটেছে। দলের শীর্ষ নেতৃত্বের কোনও সহানুভূতি পাইনি।
দুলাল বাবু কথা বলার সময় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো এবং গড়বেতার বিধায়ক আসিস চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দুলালবাবু বলেন, ১৯ ডিসেম্বর শনিবার মেদিনীপুর কলেজিয়েট মাঠে জেলার বেশ কিছু তৃণমূল নেতা দল ছেড়ে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন। তিনি প্রশান্ত কিশোরের দল পরিচালনা প্রসঙ্গে বলেন, তারা এলাকায় এলেও প্রকৃত যারা তৃণমূল করতেন তাদের কোনও খোঁজখবর নেন না। তাদের সঙ্গে কথা বলেন না।