অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ আগস্ট: ঝাড়গ্রাম ওভার ব্রিজ থেকে জেলাপরিষদ ও পৌরসভা যাওয়ার ব্রিজের দুইপাশের রাস্তাটি থানাখন্দে ভর্তি। যার ফলে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম জেলা পরিষদে যাতায়াত করতে সাধারণ মানুষকে খুব দুর্ভোগে পড়তে হয়। যে রাস্তা দিয়ে প্রতিদিন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ও ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক নিয়মিত যাতায়াত করেন সেই রাস্তার অবস্থা বেহাল হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
একটু বৃষ্টি হলেই ওই রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে ওঠে। তা সত্ত্বেও রাস্তাটিকে মেরামত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। যার ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে ওই এলাকার সাধারণ বাসিন্দাদের।বিভিন্ন সময় রাস্তা মেরামতের নামে রাবিস দিয়েই টাকা নয়ছয় করা হয়। দিনের পর দিন ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। রাস্তার স্থায়ী সমাধান চান বাসিন্দারা।
এবিষয়ে ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান কবিতা ঘোষকে প্রশ্ন করা হলে তিনি আশ্বাস দেন রাস্তাটি মেরামত করবে পুরসভা।

