আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ মার্চ: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়ি জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর ব্লকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো। শহর লাগোয়া পলিটেকনিক কলেজে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। প্রায় পঞ্চাশটি স্কুলে কেন্দ্রীয় বাহিনীদের থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। ধীরে ধীরে আরও অসংখ্য কেন্দ্রীয় বাহিনী জেলায় এসে পৌঁছবে বলে জানা গিয়ে জেলা প্রশাসন সূত্রে।
রাজ্যের সব জেলার জন্য প্রায় সাড়ে ন’শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে লোকসভা ভোটে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। ইতিমধ্যেই প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো এই প্রথম। গত পঞ্চায়েত ভোটে জেলায় বিভিন্ন জায়গায় ভোট লুটের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এরপর জলপাইগুড়ি পুরসভার ভোটেও ভোট লুটের অভিযোগ উঠে। লোকসভা ভোটে নিরাপত্তা সঠিক না হলে ভোট লুটের আশঙ্কা করছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী আসায় ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে মনে করছেন বিরোধীদের একাংশ।
কেন্দ্রীয় বাহিনীর এসএসবি ইনস্পেক্টর মেদিনী বর সইকিয়া বলেন, “ভোটকে কেন্দ্র করে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ঠাকুরগঞ্জ থেকে।”