মন্ত্রী শুভেন্দুকে নিয়ে রাজনৈতিক তর্জা চরমে মুর্শিদাবাদে, সরল সভামঞ্চ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৭ নভেম্বর: মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ঘিরে এবার দলের অন্দরেই তর্জা চরমে উঠলো মুর্শিদাবাদে। খড়গ্ৰামে মন্ত্রী আসার আগের রাতেই পরিবর্তন করা হল সভাস্থলের। উল্লেখ্য, আগামীকাল মুর্শিদাবাদের খড়গ্ৰামে প্রয়াত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা খড়গ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি মাফিজুদ্দিন মন্ডলের স্মরণ সভায় আসছেন পশ্চিমবঙ্গ সরকারের জল ও সেচ তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সভা জেলা পরিষদের তত্ত্বাবধানে হবে, না দলীয় ব্যানারে হবে এই নিয়েই কয়েকদিন ধরেই কার্যত গরমাগরম পরিস্থিতি জেলার তৃণমূল মহলে।

যদিও গতকাল রাতে জেলা তৃণমূল ভবনে জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান ও চেয়ারম্যান সুব্রত সাহা স্পষ্ট ভাষাতেই জানিয়েদেন, এই সভা হবে দলীয় ব্যানারে। তবে তাঁর সেই কথার ২৪ ঘন্টার মধ্যেই আচমকাই পরিবর্তন করে দেওয়া হলো মন্ত্রীর সভাস্থল!
শনিবার সন্ধ্যায় দেখা গেলো খড়গ্রাম কৃষান মান্ডিতে তৈরি হওয়া সভাস্থলের প্যান্ডেল, বাঁশ ও মঞ্চ খোলা হচ্ছে। অন্যদিকে মাড়গ্রাম হাই মাদ্রাসার মাঠে লক্ষ করা গেলো সভামঞ্চ ও প্যন্ডেল তৈরির কাজ।

আজ প্যান্ডেল ভাঙ্গার কাজ শুরু হতেই গুঞ্জন শুরু হয়েছে জেলার বিরোধী শিবিরেও। তবে এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে প্রয়াত নেতা মফিজুদ্দিন মন্ডলের ছেলে বলেন মাড়গ্রাম হাই মাদ্রাসাতেই আমার বাবার কবর দেওয়া হয়েছে তাই আমার মনের ইচ্ছা ছিল, আমার পরিবারেরও ইচ্ছা ছিল যে এই স্কুলের মাঠেই হোক শোক সভা। আমার মনের ইচ্ছে পুরন হচ্ছে। আমি চাই দলমত নির্বিশেষে এই শোকসভা হোক। কালকের সভাতে শুভেন্দু অধিকারী আসছেন। মানবিক ভাবে বাবা উনার সান্নিধ্যে রাজনীতি করতেন, সেই কারনেই আসছেন। আজ বিকেলে ফের খড়গ্রামে আসেন জেলা পরিষদের সভাধিপতি মুসারফ হোসেন ও সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস। সভা মঞ্চ তৈরি কাজ খতিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *