সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুলাই: বিধানসভা নির্বাচন শুরুর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মাধ্যমে পুরুলিয়া জেলায় প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। বিভিন্ন ইস্যুতে মিছিল বৈঠক আয়োজিত হচ্ছে জেলায়। করোনা আবহে সামাজিক দূরত্ব বৃদ্ধি তোয়াক্কা না করেই চলছে জমায়েত ও মিছিল। এক দিন আগে পুরুলিয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চায়ের আড্ডা য় এবং প্রাতঃভ্রমণে সামাজিক দূরত্ব বজায় না রাখার চিত্র দেখা যায়। ওই দিনই সাংগঠনিক সভাতে বিধিকে বুড়ো আঙুল দেখায় বিজেপি। এর আগে একই ভাবে সরকারি নির্দেশ অমান্য করতে দেখা গিয়েছে বাম দলগুলিকেও।
আজ পুরুলিয়া জেলা জুড়ে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে সেই বিধি ভাঙ্গার ছবি দেখা গেল। আসলে ভোট বড় বালাই। ক্ষমতা ছাড়তে নারাজ শাসক দল। তাই, দলের উপরতলার নির্দেশে মাটি কামড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে পুরুলিয়া জেলা তৃণমূল।
পুরুলিয়ার বাঘমুন্ডিতে শনিবার বাঘমুন্ডি লহরিয়া শিব মন্দিরের কাছে, তৃণমূল যুব কংগ্রেসের ‘যুব শক্তি’র একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সোহম চক্রবর্তী ছাড়াও অনেকে।
আজই আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
অন্যদিকে, এদিনই মানবাজারে কানু মূর্মুর মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদসভা ও মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।