Book fair, Ramlala, বইমেলায় শিশুদের রামলালার ছবি বিলি বন্ধকরে দিল পুলিশ

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ জানুয়ারি: সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শ্রী রামচন্দ্রের প্রচারপত্র বিলি ও শিশুদের রামলালার ছবি বিলি করার সময় একদল লেখক, কবিকে পুলিশ বাধা দেয়। এ নিয়ে অশান্তি তৈরি হয়।

বিজেপি-র তরফে অভিযোগ করা হয়েছে, “তৃণমূলের দলদাস এবং শ্রীরামচন্দ্র বিরোধী কলকাতা পুলিশ আজ কলকাতা বইমেলায় শিশুদের মধ্যে রামলালার ছবি দেখতে পেয়ে রেগে যায়। হিন্দু ধর্ম পালনকে রাজনৈতিক কর্মকাণ্ড বলে তাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়।”

বিজেপি-র সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “কিছু শিশু রামচন্দ্র সেজে আমাদের কাছে এসেছিল। ঠিক ছিল কিছু স্টলে যাব। ভগবান রামচন্দ্রের নামে কিছু প্রচারপত্র বিলি এবং ‘রক্তে রাম হৃদয়ে নরেন্দ্র’ লেখা টি শার্ট বিতরণ করছিলাম। এতদিনের লড়াই সার্থক হয়েছে আমাদের। কিন্তু শাসক দল ভগবান রামচন্দ্রকে বোকার মত প্রতিরোধের চেষ্টা করছে। যা একদমই উচিত নয়। আসলে ওরা ত্রস্ত হয়ে আছে মানুষ রামের সম্পর্কে অনেক কিছু জেনে যাচ্ছে।”

রুদ্রনীল বলেন, “যাই হোক, মানুষকে রামের সম্পর্কে, অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না। তৃণমূল বিশ্বাস করে এই মর্তে সবার ওপরে চোর সত্য, তাহার ওপরে নাই। আর আমরা বিশ্বাস করি, মর্তে সবার ওপরে আদালত সত্য, তাহার ওপরে নাই। আর তারও ওপরে, সবার ওপরে শ্রীরাম সত্য, তাহার ওপরে নাই।

অনেক মানুষ আমাদের কাছে জড়ো হয়েছিলেন। তাঁদের বাচ্চারা ফুল, টি শার্ট প্রভৃতির সঙ্গে ছবি তুলছিল। লিফলেট নিচ্ছিলেন। তাতে কেবল লেখা ছিল ‘ভগবান শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুন’।

হঠাৎ, রে রে রে রে কাণ্ড পড়ে গেল পুলিশের মধ্যে। তারা পদোন্নতির লোভ ও বদলির ভয়ে বাধা দিল। কানের কাছে এসে ওঁরা বলছেন ‘জয় শ্রীরাম’। সেই সঙ্গে বললেন ওঁদের ওপর নির্দেশ আছে, এরকম জটলা করা যাবে না।

আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র এ রাজ্যের পুলিশের মঙ্গল করুন। পশ্চিমবঙ্গের শাসকদের দিব্যদৃষ্টি দিন। তাঁদের ভাল হোক। মঙ্গল হোক। পাপ ক্ষয় হোক মন থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *