পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ, আটক ট্যাঙ্কার ভর্তি দাহ্য তরল

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: লরি ভর্তি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুরুলিয়ার সদর থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চালকও।

গতকাল রাতে ওই লরিটি ঝাড়খণ্ডের রাঁচির দিক থেকে আসছিল। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় লরিটিকে আটক করে। তল্লাশি চালানোর সময় দেখা যায় বিভিন্ন আকারের পেটিতে বাজি ভর্তি করে নিয়ে আসা হচ্ছিল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে আটক করে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার করা হয় চালককে। ৩৪ বছর বয়সী ধৃত লরির চালকের নাম তিতির রয়। এই যুবক বিহারের চাদওয়ারা গ্রামের যুবক। রাঁচি থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে নিষিদ্ধ বাজি লরিতে করে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ রাঁচি রোডের উপরে জর্জ বাংলোর কাছে নাকা চেকিং শুরু করে। তারপরেই সেখানে এই বাজি ভর্তি লরিটি এলে সেটিকে আটক করা হয়। পুজোর আগে এই নিষিদ্ধ বাজি আটক নিয়ে তৎপর রয়েছে পুলিশ।

পাশাপাশি পুরুলিয়া সদর থানার পুলিশ সাজিদ আনসারী নামে এক যুবককে আটক করে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায়। এই যুবকও একটি ছোট ট্যাঙ্কারে করে বিস্ফোরকের কাজে ব্যবহৃত তরল জাতীয় পদার্থ নিয়ে আসছিল। বাজেয়াপ্ত করা হয় ট্যাঙ্কারটি। ওই যুবক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাকেও পুলিশ গ্রেফতার করে বলে জানান পুরুলিয়া সদর থানার আইসি মানস সরকার। একই সঙ্গে ধৃত দুই জনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *