আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ আগস্ট: করোনা পরিস্থিতিতে প্রথম সারিতে কাজ করছেন পুলিশ কর্মীরা। আর এই কাজ করতে গিয়ে যে পুলিশ কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছিল তারা করোনাকে জয় করে কর্মস্থলে ফিরলেন। মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত সালার থানার একজন সাব-ইন্সপেক্টর তাপস ঘোষ এবং পাঁচজন সিভিক ভলান্টিয়ার, যারা কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন আজ তারা করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদান করলেন। তাদের সালার থানার ভারপ্রাপ্ত অধিকারিক ওসি ইন্দ্রনীল মহান্ত পুস্পস্তবক প্রদান করে ও সম্বর্ধনা জানিয়ে বরণ করে নেন।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, জেলার বেশ কয়েক জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা সুস্থ হয়ে আজ কাজে যোগদান করলেন।

