স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর: হারিয়ে যাওয়া প্রায় ২৩ টি মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ।
উল্লেখ্য, ইসলামপুর মহকুমা এলাকায় বেশ কিছু মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। পাশাপাশি বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধারে সক্ষম হয় পুলিশ। শুক্রবার সেই উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠান করে হয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন, ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির সাধারণ মানুষদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুনরায় তাদের হাতে দিয়ে দেওয়া হল।
অন্যদিকে, মোবাইল হারিয়ে যাওয়া এক ব্যক্তি বিশ্বজিৎ সরকার জানান, প্রায় তিন মাস আগে দুর্গাপুজোর সময় মোবাইল হারিয়ে গিয়েছিল ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল জানানো হয় এসপি অফিস থেকে মোবাইল দেওয়া হবে। মোবাইল পেয়ে সত্যিই খুব আনন্দিত অনুভব হচ্ছে।
ইসলামপুর পুলিশ জেলার তিস্তা কমপ্লেক্সে পুলিশ সুপারের অফিসে মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার বিশপ সরকার আরও বলেন, এই ধরনের হারিয়ে যাওয়া মোবাইলগুলিকে উদ্ধার করার পর প্রাপ্যদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতি মাসে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে। সেখানে প্রাপ্যদের হাতে মোবাইল তুলে দেওয়া হবে।

