উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসল পুলিশ ক্যাম্প

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ অক্টোবর: উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসল পুলিশ ক্যাম্প। ভগ্নদশাগ্রস্ত জঙ্গলাকীর্ণ প্রাসাদোপম জমিদারবাড়ির আগাছা কেটে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় খুশী এলাকাবাসীরা। জেলা পুলিশের দাবি, এখানে পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরী হবে।

রায়গঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী বাহিন জমিদারবাড়ি। ষাট থেকে সত্তর দশকে জমিদার পরিবার এই বিশাল দুর্গ ছেড়ে রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে আসেন। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চারিদিকে আগাছায় ভরে যায়। স্থানীয় বাসিন্দারা দরজা জানালা ভেঙ্গে নিয়ে চলে যায়। দেওয়ালের পলেস্তারা খসে পড়ে। এককথায় সমাজবিরোধীদের অনুকূল ক্ষেত্র গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী। নদী পের হলেই বিহার রাজ্য। বিহার থেকে সমাজবিরোধীরা বাংলায় এসে অসামাজিক কাজকর্ম করে বিনা বাধায় বিহারে ফিরে যায়। রায়গঞ্জ থানা থেকে ১২ কিলোমিটার দূরত্বে হওয়ায় রায়গঞ্জ পুলিশ খুব বেশী সেখানে নজর দিতে পারে না।

বাহিন জামিদার এই বিশাল সম্পত্তি ছেড়ে আসার পর তারা রক্ষণাবেক্ষণে নজর দিতে না পারায় রক্ষণাবেক্ষণের ভার ভারত সেবাশ্রম সংঘের হাতে অর্পণ করে। তবে ভারত সেবাশ্রম সংঘ সেইভাবে রক্ষণাবেক্ষণে নজর না দেওয়ায় জমিদারের বংশধরদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে ঝোপঝাড় জঙ্গল কেটে সেখানে তৈরী হল পুলিশ ক্যাম্প। বাহিনে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশী।

বাসিন্দাদের অভিযোগ, এই ভগ্নদশাগ্রস্থ জমদারবাড়িতে শহরের বিভিন্ন এলাকার যুবকরা এসে অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ত। ভয়ে তাদের কিছু বলা সম্ভব হত না। পুলিশকে খবর দিলে পুলিশ ঠিকমত আসত না।ফলে তাদের চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হত। আজ সেই পরিস্থিতি বদলে দিয়ে পুলিশ ক্যাম্প তৈরী হয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্যে তারা ব্যবসাবাণিজ্য করতে পারবেন। এলাকায় কোনও সমস্যা হলে পুলিশ দ্রুত সেখানে পৌছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *