“পুলিশ লেলিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা,” অভিযোগ সুকান্ত’র

আমাদের ভারত, ৩০ জুলাই: টেট পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নেপথ্যে নাম না করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

শনিবার সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের লজ্জা, চাকরি-চোর তৃণমূল সরকারের দুর্নীতির ছবি ঠিক করতে গতকাল সরকারকে ব্রাত্য রেখে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এক ব্যক্তি মূল চাকরি প্রার্থীদের অন্ধকারে রেখে কিছু ঠিক করে রাখা আন্দোলনকারীদের সাথে দেখা করার যে স্ক্রিপটেড নাটকটা করলেন, সেই ব্যক্তিই আজ পুলিশ লেলিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করছেন।”

প্রসঙ্গত, শুক্রবার দুপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিক্ষোভে বসেন টেট উত্তীর্ণরা। তাঁরা দাবি করেন, এসএসসি উত্তীর্ণদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে কেন দেখা করবেন না! অভিষেকের এক প্রতিনিধি গিয়ে জানান, এক সপ্তাহ বাদে বৈঠকে বসবেন অভিষেক। এই আশ্বাসের পর চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা প্রতিনিধির সঙ্গে কথা বলবেন না। ২০১৪ সালে টেট পাশ করার পরও চাকরি মেলেনি বলেই অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁরা যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না তাঁরা। সারারাত সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। শনিবার পুলিশ বলপূর্বক তাঁদের সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *