গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ মে:
তারকেশ্বর থানা এলাকায় ২৪টি মোবাইল ও অনলাইনে খোয়া যাওয়া ১ লক্ষ ৭৯ হাজার ১২৮ টাকা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল তারকেশ্বর থানার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ।
তারকেশ্বর থানার বিভিন্ন এলাকা থেকে খোয়া যাওয়া মোবাইল ও অনলাইনে প্রতারিত হয়ে টাকা খোয়া যাওয়ার অভিযোগ পায় তারকেশ্বর থানার পুলিশ।অভিযোগকারীদের মধ্যে এক তীর্থযাত্রীও রয়েছে। ব্যারাকপুর থেকে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে খোয়া যায় তার মোবাইল। অভিযোগ জানায় তারকেশ্বর থানায়। পুণ্যার্থী সহ স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় এদিন তারকেশ্বর থানার পক্ষ থেকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ লক্ষ ৭৯ হাজার ১২৮ টাকা। উদ্ধার হওয়া অর্থের মধ্যে এক চিকিৎসকের অর্থও রয়েছে বলে জানাগেছে।