আমাদের ভারত, মালদা, ৭ এপ্রিল: আজ লকডাউনের ১৫তম দিন। ইতিমধ্যে করোনা সচেতনতায় একাধিক নিয়ম চালু করেছে প্রশাসন। সেক্ষেত্রে অনেক মানুষ সচেতন হলেও কিছু মানুষ এখনও সচেতন হয়নি। তারা এখনও জটলা করে রাস্তায় ঘোরাঘুরি করছে। তাই করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নতুন কৌশল নিল পুলিশ। এবার আলপনাকে হাতিয়ার করল মালদা জেলা পুলিশ। শহরের রাস্তায় করোনা নিয়ে ছবি এঁকে সতর্কবার্তা দিচ্ছে মালদা জেলা ট্রাফিক পুলিশ। শহরের প্রাণকেন্দ্র পোষ্টফিস মোড়, এল আই সি মোড়, রথবাড়ি মোড়ে আলপনা এঁকে মানুষকে সচেতনতার বার্তা দিল পুলিশ। রাস্তা ছাড়াও শহরের ডিজিট্যাল বোর্ডগুলিতে প্রতিনিয়ত সচেতন মুলক প্রচার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।