চুরি গেল কবি বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর:
চুরি গেল কবি বিনয় মজুমদারের  সাহিত্য 
অ্যাকাডেমি পুরস্কার। সোমবার বিকাল পাঁচটা নাগাদ সাহিত্যিকের লাইব্রেরি থেকেই চুরি যায়।ঠাকুরনগরের লাইব্রেরির 
দরজা খুলতেই চোখে পড়ে আলমারির ভাঙ্গা তালা। তা দেখেই বিনয় মজুমদারের 
পরিজনেরা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার খোয়া যাওয়ার ব্যাপারটি জানতে 
পারেন।

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঠাকুরনগরের বাসভবনের
পাশেই অবস্থিত গ্রন্থাগার।সেখানেই রাখা থাকত বিনয়মজুমদারের সাহিত্য 
অ্যাকাডেমি পুরস্কার।সোমবার সন্ধ্যায় ঠাকুরনগরে তার লাইব্রেরি খুলতে গিয়ে দেখা যায় 
গ্রন্থাগারের সেই ঘরের ছিটকিনি খোলা।আলমারির তালাও ভাঙ্গা অবস্থায় রয়েছে৷ 
আলমারিতে থাকা যাবতীয় জিনিস যথাস্থানে 
থাকলেও নেই শুধু মূল্যবান পুরস্কারটি। আলমারির ভিতরে রাখা 
বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারটি নিয়ে পালিয়েছে চোর। 

গ্রন্থাগারের সম্পাদক 
বৈদ্যনাথ দলপতি জানালেন, সোমবার বিকেল পাঁচটা নাগাদ তিনি বিনয় মজুমদারের 
গ্রন্থাগারে এসেছিলেন। প্রতিদিনের মতোই একেবারে নির্ধারিত সময়ে। এসেই প্রথমে লক্ষ্য করেন
যে লাইব্রেরির মূল দরজার 
তালা ভাঙ্গা।তখনই সন্দেহ হয় সম্পাদক বৈদ্যনাথ বাবুর।এরপরই তিনি তড়িঘড়ি 
লাইব্রেরির ভিতরে যান। প্রবেশ করতেই তাঁর চোখে 
পড়ে আলমারির ছিটকিনিটাও 
ভাঙ্গা। এরপর তিনি লাইব্রেরিয়ান 
জগদীশকে ডেকে পাঠান। এরপর সম্পাদক বৈদ্যনাথ 
দলপতি এবং লাইব্রেরিয়ান জগদীশ
দুজনে মিলে আলমারির এদিক-ওদিক 
খুঁজেও পাননি সেই সাহিত্য অ্যাকাডেমি
পুরস্কারের ফলক। পুরস্কার খোয়া গিয়েছে 
এমনটাই নয়। সাহিত্য অ্যাকাডেমি
পুরস্কারের সঙ্গে পাওয়া মানপত্রটিও ছাড়েনি চোর। সেটিও নিয়ে গিয়েছে। তবে অবাক করার মতো
ঘটনা যে লাইব্রেরিতে এত ।জিনিস থাকতেও, আর কিছুই চোরেরঝুলিতে যায়নি ওই পুরস্কার এবং
মানপত্র ছাড়া। এমনটাই জানান ঠাকুরনগর বিনয় মজুমদার গ্রন্থাগারের সম্পাদক বৈদ্যনাথ দলপতি। 

বিনয় মজুমদার ২০০৫ সালেসাহিত্য জগতের সেরা সাহিত্যঅ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন।২০০৬ সালের ১১ই ডিসেম্বর বিনয় বাবুর মৃত্যু পর পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার
স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের ।আলমারিতে।
ইতিমধ্যেই পুলিশ বিনয়
মজুমদারের গ্রন্থাগারে এসে সম্পাদক 
বৈদ্যনাথ দলপতি এবং লাইব্রেরিয়ান জগদীশের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, আগের দিন অর্থাৎ 
রবিবার রাত ৯টা নাগাদ গ্রন্থাগার 
কমিটিরই এক সদস্য লাইব্রেরির দরজা বন্ধ করে বেরিয়ে যান।তবে চুরি যাওয়ার পরই 
স্থানীয় সংস্কৃতি মনস্করা খোঁজ পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের ফলক এবং কাচের বাক্সের।বিনয় মজুমদারের 
বাসভবনের অনতিদূরেই একটি সবেদা
গাছের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছে
ফলকটি। ঘটনায় ক্ষুব্ধ সংস্কৃতি প্রেমীরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *