আমাদের ভারত, ৩০ এপ্রিল: “হঠাৎ করে কালীঘাট থেকে এসে নাচনকোঁদন করে সরকারি টাকায় দালান বানালে সেটা দালানই থাকবে, মন্দির হবে না। পুণ্যার্থীরাও সেই দু’নম্বর মন্দিরে ভিড় করবে না, শ্রীক্ষেত্র পুরীতেই যাবে। হুড়মুড়িয়ে হিন্দু ভোটও আসবে না।”
বুধবার এভাবেই দিঘার মন্দিরকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক্সবার্তায় তিনি লিখেছেন, “দু নৌকোয় পা দিয়ে মরেছিল রাজীব গান্ধী। প্রথমে শাহ বানো মামলায় কোর্টের সিদ্ধান্ত উল্টে দিয়ে মোল্লাদের খুশি করার চেষ্টা, তারপর রাম লালার মূর্তির গর্ভগৃহের তালা খুলে দিয়ে হিন্দু ক্রোধকে প্রশমিত করার চেষ্টা। আমাদের মাননীয়াও মনে হচ্ছে সেই পথেরই পথিক। ফল যা হবার হবে।
কোনো ভারতীয় ধর্মের উপাসনালয়ে- যেমন হিন্দু মন্দির, জৈন মন্দির বা গুরুদ্বারার পবিত্রতা রাতারাতি গজায় না। কোনো পুণ্যাত্মা উপাসনার জন্য, ভোটের জন্য অবশ্যই নয়। সৌধ তৈরী করে মানুষের হাতে তা তুলে দেন এবং বহু পুরুষের, বহু পুরোহিতের উপাসনার ফলে সেই পবিত্রতা অর্জিত হয়।”