আমাদের ভারত, ৩ অক্টোবর:
ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৪৩২ ভোটে জিতেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু একই সঙ্গে কটাক্ষও করেছেন। তিনি বলেন, জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন। কিন্তু বিজেপি রাজ্য সভাপতির দাবি, ভবানীপুরে সবাই ভোট দিতে পারেনি।
জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেও ভোটের ফলাফল নিয়ে চাপা গলায় অভিযোগ করতেও পিছপা হননি রাজ্য বিজেপি সভাপতি। তার কথায়,” ভোট শতাংশের পরিমাণই প্রমাণ করে সবাই ভোট দিতে পারেননি।” কমিশনের রিপোর্ট অনুযায়ী ভবানীপুরে উপনির্বাচন ভোট পড়েছিল ৫৭ শতাংশ।
তবে বিজেপি যে আগামী উপনির্বাচনের জন্য তৈরি হচ্ছে তাও বুঝিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি ভবানীপুরে যারা বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তার বলেন, ভবানীপুরে যারা বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। এই সমর্থনকে পাথেয় করে ৪ কেন্দ্রের উপনির্বাচনের ভালো ফল কবে বিজেপি।”
ভবানীপুর উপনির্বাচনে মমতার প্রাপ্ত ভোট ৭১ শতাংশের বেশি। অন্যদিকে প্রিয়াঙ্কা পেয়েছেন ২২ শতাংশের কিছু বেশি ভোট। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ৫৭.৭০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন ৩৫.১৬ শতাংশ ভোট।
এদিকে ভবানীপুর উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, মানুষকে যদি ভোট দিতে দিতো, তাহলে কি ফলাফল হতো সেটা আমরা আপনারা সকলেই জানতেন। ৮২ ওয়ার্ডের চিত্র যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে, যে পরিমাণ ভোট পড়েছে তা পুরো ছাপ্পা ভোট। ফেক ভোটিং হয়েছে। আমি নিজেইতো ধরেছিলাম অনেককে। সেখানে সংবাদমাধ্যমের সামনেই সেই ছবি প্রকাশ্যে এসেছিল। আমি ১০১% নিশ্চিত ছাপ্পা ভোট হয়েছিল সেখানে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, এই জয় ভবানী পুরের মানুষের জয় বাংলার মানুষের জয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অন্যায় হয়েছে । অসদুপায় কারচুপি করে পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি মারা হয়েছে। তাই আমরা আওয়াজ তুলে দিয়েছিলাম নন্দীগ্রামের বদলা নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।