আমাদের ভারত, ২২ আগস্ট: “এটি একটি অসম যুদ্ধ। তবে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী হবেই, যাই হোক না কেন।” এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
বৃহস্পতিবার তিনি লিখেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় কী আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন কংগ্রেকর্মী কপিল সিবালের নেতৃত্বে ২১ জন আইনজীবী ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে অভিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন। কল্পনা করুন: একদিকে কলকাতার শহরতলীতে বসবাসকারী একটি গড় মধ্যবিত্ত পরিবার, যার মেয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে। অন্যদিকে, দুর্নীতিবাজ এবং ক্ষমতাবানদের জোট।”
কোন ২১ জন আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন, আদালতের নথিতে উল্লেখিত তাঁদের নাম-সম্বলিত পাতাটি অমিতবাবু তাঁর এই বার্তায় যুক্ত করে দিয়েছেন।