পশ্চিমবঙ্গের মানুষ ঝাড়ু  দিয়ে তৃণমূলকে আগামী  মে  মাসে পরিষ্কার করে দেবে, বললেন দিলীপ ঘোষ  

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৭ নভেম্বর : ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়া হচ্ছে দিলীপ  ঘোষের। বনগাঁয়  আরও একবার  রাজ্য দখলের ব্যাপারে প্রত্যয়ের সুর শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ ঝাড়ু  দিয়ে  আগামী মে মাসে পরিষ্কার করে দেবে বলে তোপ দাগলেন তিনি। 

এবার তিনি সরাসরি বিজেপি কর্মীদের পরামর্শ দিলেন, তৃণমূল দুষ্কৃতীদের হাত থেকে প্রাণ বাঁচাতে খালি হাতে বাড়িথেকে বেরবেন না। একটা মারলে চারটে আঘাত করবেন।শুক্রবার উত্তর ২৪ পরগনার গোপালনগর হাইস্কুল মাঠে 
বিজেপির যোগদান মেলা কর্মসূচি সভায় তৃণমূল কংগ্রেসেরতীব্র সমালচোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপঘোষ।

বিজেপির যোগদান মেলা দলীয় কর্মসূচিকে সামনে রেখে 
বৃহস্পতিবার রাতেই বনগাঁ শহরে এসছেন বিজেপির রাজ্য সভাপতি। শুক্রবার সকালে কয়েকশো কর্মী নিয়ে  প্রাতঃভ্রমণে বেরোন তিনি। বনগাঁ পিডব্লুডি  বাংলো থেকে  বেরিয়ে মতিগঞ্জ, বাটামোড় হয়ে ত্রিকোণ পার্কের নীলদর্পন ভবনের সামনে এসে শেষ হয় প্রাতঃভ্রমণ।নীলদর্পন ভবনের সামনে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে 
চা খান তিনি। তার সঙ্গে চায় পে চর্চায় ছিলেন  উত্তর  কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর ২৪ পরগনা জেলা 
সভাপতি শংকর চট্টোপাধ্যায়, বিধায়ক-সহ একাধিক নেতা কর্মীরা।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে এসেও তাঁকে 
আক্রমণ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমার বাক্যবাণ ওরা হজম করতে পারছে  না। আর সেকারণেই বারবার আমার উপরে হামলা  করছেন, কালো পতাকা দেখাচ্ছে। 

শুক্রবার সকালে ২০২১ সালের বিধানসভা ভোটের ফল 
নিয়ে দিলীপ ঘোষ বলেন, “একুশের ভোটেই দেখা যাবে কী  হয়। পশ্চিমবঙ্গের মানুষ ঝাড়ু  দিয়ে তৃণমূলকে আগামী  মে  মাসে পরিষ্কার করবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *