আমাদের ভারত, মালদা, ১৯ আগস্ট: অনেক সময় ডাক্তারদের মারধর করার খবর সংবাদ শিরোনাম হয়, আজ ভিন্ন চিত্র দেখা গেল মালদহে। হাসপাতালের ডাক্তারবাবুর বদলির খবর পেতেই ঝাঁপিয়ে পড়লো এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, বদলি করা যাবে না। এই ঘটনা কালিয়াচকের গোলাপগঞ্জের গ্রামীণ হাসপাতালের।
জানা গেছে, ডাক্তার মনোরঞ্জন বিশ্বাস প্রায় ৩৫ বছর ধরে এই গোলাপগঞ্জ গ্রামীণী হাসপাতাল কর্মরত ছিলেন।মনোরঞ্জনবাবু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে বিশেষ ডাক্তার সম্মান পুরস্কার পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় ডাক্তারবাবুর নামে চিঠি আসে তাঁকে বদলি করা হচ্ছে। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে গোলাপগঞ্জ এলাকার বাসিন্দারা। প্রতিবাদে হাতে প্লাকার্ড নিয়ে গ্রামবাসীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, ডাক্তারবাবুর বদলি করা যাবে না। তার জন্য যদি তাদের অনশনে বসতে হয় বসবেন বলে জানান। কিন্তু ডাক্তারবাবুর বদলি কোনওমতেই হতে দেবেন না।
চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাস জানান, একজন চিকিৎসক হিসেবে কে কোথায় থাকবে তা ঠিক করে দপ্তর। দীর্ঘদিন ধরেই হাসপাতালে কাজ করছি তাই গ্রামের মানুষ আমাকে ভালোবেসেছেন। সেখান থেকে তারা আমাকে ছাড়তে চাইছে না।

