নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ জুলাই: খাবারের টাকা থেকে বাধ্য হয়ে মানুষ বিদ্যুতের বিল মেটাচ্ছেন। শুক্রবার কলকাতায় এমনটাই বললেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
আজ কলকাতার বিভিন্ন এলাকায় সিইএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গড়িয়াহাটে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তিনি বলেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য সিইএসসিকে বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। না হলে বিজেপি কর্মীরা লাগাতার সিইএসসি অফিস ঘেরাও করবে।

মানিকতলায় দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। শ্যামবাজারেও বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মীরা। শ্যামবাজারে আবার বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেন। পরে অবশ্য পুলিশ এসে বিজেপি কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বেহালায় সোমনাথ ব্যানার্জির নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তবে এদিনের বিজেপির কর্মসূচি মোটের উপর শান্তিপূর্ন ছিল।

