সাথী দাস, পুরুলিয়া, ৭ অক্টোবর: ছৌ, ঝুমুর, সাঁওতালি নাচ, ধামসা মাদল, ঢাকিদের তালের ছন্দে দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হল বিশ্ব বন্দিত লোক সংস্কৃতির জেলা পুরুলিয়ায়। জেলার নজর কাড়া ১৩ টি মাতৃ মূর্তি নিয়ে পুজো কমিটির সদস্য সদস্যরা অংশ নিয়েছিলেন এই কার্নিভালে। জেলায় প্রথম এই দুর্গাপুজো কার্নিভাল দেখতে উৎসাহী মানুষ ভিড় জমিয়েছিলেন জেলার সদর শহরে।

স্থানীয় ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে এই কার্নিভাল শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার অতিক্রম করে রথতলা মোড় পর্যন্ত এই কার্নিভাল শোভাযাত্রা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রথম বার হলেও সুশৃংখলভাবে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ায় পরিণতর ছাপ রাখল জেলা তথ্য সংস্কৃতি দফতর। কার্নিভালকে আকর্ষণীয় করে তুলতে সব ধরনের ব্যবস্থা করে তারা। মেইন রোডের উপর স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে অংশ নেওয়া পুজো কমিটিগুলি তাদের সাংস্কৃতিক ছোট্ট অনুষ্ঠান উপস্থাপন করে।

সেখানে দুই পাশে মঞ্চের আসনে থাকা বিশিষ্ট অতিথি ও দর্শকদের সামনে অংশগ্রহণকারীরা তাঁদের দুর্গা প্রতিমা সহ বিভিন্ন ট্যাবলো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে কার্নিভালের তাৎপর্য বাড়িয়ে তোলে। বিজয়ার বিষাদের মধ্যেও এই কার্নিভাল পুরুলিয়াবাসীর মনকে উজ্জীবিত করল বলে জানান তাঁরা।

