সাথী দাস, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: শীতের মিঠে রোদে বড় দিন উপলক্ষ্যে অনুষ্ঠিত মোরগ লড়াইয়ে মজলেন পুরুলিয়াবাসী। এদিন পুরুলিয়া শহরের কর্পূরবাগান এলাকায় আয়োজিত হয় প্রতিযোগিতামূলক মোরগ লড়াই। কারোনার প্রভাব গত দুই বছরে থাকলেও প্রাচীন মনোরঞ্জনকারি এই লড়াই দেখতে হাজার মানুষ উপস্থিত ছিলেন আখড়াতে(লড়াইয়ের স্থান)।
স্থানীয় কমিটি আয়োজিত এবার কয়েকশ মোরগের লড়াই হয়। পুরুলিয়ার প্রাচীন ক্রীড়া ও বিনোদন মাধ্যম গুলির অন্যতম হল মোরগ লড়াই। শীত পড়তেই মনোরঞ্জনকারি এই মোরগ লড়াই গ্রামে গঞ্জে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারেও ঐতিহ্য মেনে মোরগ লড়াই শুরু হয়েছে। আখড়ায় উপস্থিত থেকে দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগও করলেন। দূর দূরান্ত থেকে নিজেদের লড়াকু মোরগদের নিয়ে আখড়াতে হাজির হন মালিকরা।
মোরগের মালিক আখড়াতে গিয়ে জুড়ির সঙ্গে গিয়ে লড়াই শুরু করেন। তার আগে লড়াকু মোরগটির পায়ে কাঁথ বা কাঁইতি বেধে দেওয়া হয় প্রতিপক্ষ মোরগটিকে আক্রমণ করে জখম করার জন্য। শুরু হয় লড়াই। উপভোগ্য হয়ে উঠে মোরগ লড়াই।
আয়োজক কমিটির পক্ষে জনৈক বাউরী, কানাই দাসের কথায়, আগে সাইকেল, টিভি, রেফ্রিজেটার পুরস্কার হিসেবে থাকলেও এবার সেটা হয়নি।