সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুন: লাদাখ সীমান্তে শহীদ সেনাদের শ্রদ্ধা জানালেন পুরুলিয়াবাসি। বুধবার, রাতে পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ে একটি অস্থায়ী শহীদ বেদী তৈরি করে তাতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন আয়োজক ও পথচারীরা। একই সঙ্গে চীনের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানালেন তাঁরা। পাশাপাশি, চীনের তৈরি জিনিস বর্জনেরও আহ্বান জানালেন ।
সোশ্যাল মিডিয়াতে শোক জ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি বার্তার পর্বত গড়ে তুললেও রাস্তায় নেমে কোনও রাজনৈতিক দলকে এদিন শোক জানাতে দেখা যায়নি পুরুলিয়ায়। তবে, করোনা আবহেও নিজেদের বাড়িতে আটকে রাখেননি পুরুলিয়া জেলা স্কুল মোড় সংলগ্ন এলাকার কিছু যুবক। মূলত তাঁরাই পুরুলিয়া শহরে শহীদ জওয়ানদের স্যালুট জানালেন। ওই যুবকদের মধ্যে গৌরব সিং বলেন, ‘দেশের জন্য বলিদান দেওয়া সেনাদের জন্য তর্পণের সঙ্গে সঙ্গে আমরা চীনের তৈরি যে কোনও জিনিস বর্জন করার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে।’