কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের জন্য হাই কোর্টের উপর ভরসা রাখছেন ঝালদাবাসী

সাথী দাস, পুরুলিয়া, ২৭ মার্চ: কাউন্সিলার খুনে সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের উপর ভরসা রাখছেন ঝালদাবাসী। তদন্তের অনুমোদন পাওয়ার জন্য হাইকোর্টের উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে ঝালদা শহর কংগ্রেস।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনে সিবিআই তদন্তের আবেদন শুক্রবার গৃহীত হয় হাইকোর্টে। আবেদন মঞ্জুর হবে বলে আশাবাদী কংগ্রেস। প্রসঙ্গত, গত ১৩ মার্চ বিকেলে দুষ্কৃতীর গুলিতে নিহত হন ঝালদা পুরসভার ২ ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে দীপক কান্দু নামের এক যুব তৃণমূল নেতাকে। তদন্ত সঠিক করতে রাজ্য সরকার গঠন করে সিট। তাতে মোটেই সন্তুষ্ট নন তপন কান্দুর পরিবার। কারণ এই ঘটনায় ঝালদা থানার আই সি’র দিকে আঙুল তুলেছেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু।

জেলা কংগ্রেসের তরফে সিবিআই তদন্তের দাবী নিয়ে ঝালদায় টাঙানো হয়েছে ব্যানার। সিবিআই তদন্তের দাবি জানিয়ে গত ২৫ মার্চ কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন পূর্ণিমা কান্দু। সেই আবেদন গৃহীতও হয়েছে। আগামী ২৮ মার্চ রয়েছে শুনানি।

এবিষয়ে ঝালদা শহর কংগ্রেস সভাপতি তথা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, “জেলা কংগ্রেস ও নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু ঘটনার দিন থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন। কারণ, অভিযোগের আঙুল উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। তাহলে রাজ্য সরকারের গঠিত সিট এই তদন্ত যে নিরপেক্ষ করবে এটা কীভাবে মেনে নেওয়া যায়। তাছাড়া গত কয়েক দিন আগে রামপুর হাটে নারকীয় ঘটনার রাজনীতি ও পুলিশের ভূমিকা থাকার অভিযোগে হাইকোর্ট সিবিআই তদন্ত মঞ্জুর করেছে। একইভাবে এটাও সম্পূর্ণরূপে রাজনীতি ও পুলিশ যোগসাজসের অভিযোগ উঠেছে। তাই মহামান্য হাইকোর্টর উপর সম্পূর্ণ আস্থা আছে। এই ঘটনায় নিশ্চয় সিবিআই তদন্তের মঞ্জুরী পাওয়া যাবে বলে আমার পূর্ণ বিশ্বাস।”

অন্যদিকে, পৌর বোর্ড গঠনের আগে ঝালদা পৌরসভা চত্বরে কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্তের দাবিতে পোষ্টার পড়ল। পোষ্টারের বিষয়টিকে সাধারণ মানুষ সমর্থন করেছেন। এমনই জনৈক অসিত কান্দু বলেন, “এতদিন পরেও পুলিশ খুনের কিনারা করতে পারেনি। তাই সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করি ও তদন্ত না হওয়া পর্যন্ত বোর্ড গঠন না হওয়া ভালো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *