আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: টানা ২০০৪ থেকে কংগ্রেস সাংসদ, তারপর দেশের বড় বড় মন্ত্রির পদ সামলাতে হয়েছে। কখনও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব তো কখনও অর্থ দফতরের দায়িত্ব। খুব কাছ থেকেই জঙ্গিপুরবাসী দেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়কে। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে জঙ্গিপুরবাসীকে একরাশ খুশি উপহার দিয়েছেন প্রণব বাবু। সোমবার বিকালে তার মৃত্যুর খবরটা আসতেই শোকের ছায়া নেমে আসে সমগ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে।

রঘুনাথগঞ্জ শহরে জঙ্গিপুর ভবন তৈরি করে সেখানেই থাকতেন প্রণববাবু। জঙ্গিপুর এলেই সেখানেই তিনি সময় কাটাতেন এবং তার রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলতেন। কংগ্রেসের রাজনৈতিক চাণক্য হিসেবে পরিচিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে দিল্লিতে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, চিকিৎসায় সাড়া দিলেও কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর জঙ্গিপুর বাসভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। শেষ বারের মতো না দেখতে পাওয়ার আক্ষেপ থাকছে জঙ্গিপুরবাসীর মধ্যে।


