আমাদের ভারত, ১৪ নভেম্বর: “বিহারে এনডিএ-র ঐতিহাসিক বিপুল জয় গণতন্ত্র ও উন্নয়নের জন্য এক অসাধারণ মুহূর্ত। বিহারের জনগণ স্পষ্ট রায় দিয়েছেন, জাতীয় গণতান্ত্রিক জোটকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বিশাল জনাদেশ দিয়েছেন।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “আমাদের উচ্চাভিলাষী নেতা নরেন্দ্র মোদীকে বিশেষ অভিনন্দন। এই গৌরবময় বিজয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অতুলনীয় দূরদর্শী নেতৃত্বের প্রতি চূড়ান্ত শ্রদ্ধাঞ্জলি। তাঁর নির্দেশনায়, কল্যাণ, অবকাঠামো এবং ক্ষমতায়নের উপর এনডিএ-র মনোযোগ, বিশেষ করে আমাদের নারী শক্তির জন্য, প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দিয়েছে।
শুভেন্দুবাবু এই জয়ের জন্য অমিত শাহ, বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, দুই সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা এবং বিজেপি-র বিহার রাজ্য সভাপতি ডঃ দিলীপ জয়সওয়ালকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র বিহারের জন্য আরও উজ্জ্বল, সমৃদ্ধ আগামীর পথ আলোকিত করে চলবে।
শুভেন্দুবাবু এই বার্তার সংযোগ জাতীয় বিজেপি এবং রাজ্য বিজেপি-র এক্সবার্তার সঙ্গে যুক্ত করেছেন।

