সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ আগস্ট: আশঙ্কা জনক রোগী। সেভাবে দাঁড়াতেও পারছে না। কথা জড়িয়ে যাচ্ছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন। সেখান থেকে হেঁটে উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শীতলাতলা এলাকার বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধা ভোলানাথ সরকার।
পরিবার সূত্রের খবর, রবিবার বাদুড়িয়া থানার জঙ্গলপুর যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনায় হাতে ও মাথায় আঘাত লেগেছিল। অবস্থা আশঙ্কা জনক থাকায় তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন। সোমবার দুপুর দুটো নাগাদ তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান। হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি হাতে কম্বল এবং সিরিঞ্জ নিয়ে বেরিয়ে যান হাসপাতাল থেকে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ টালা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং রোগীর বাড়িতে খবর পাঠায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির আত্মীয়রা খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ অশোকনগরের বাড়িতে হেঁটে হেঁটে চলে আসেন ওই অসুস্থ রোগী। কি করে এত দূরের পথ হেঁটে পৌছলেন বাড়িতে? এই নিয়ে রহস্য দানা বেঁধেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকায়।

পৌর প্রশাসক অনুপ রায় জানান, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কি করে ভোলানাথ সরকার অতদূর থেকে অশোকনগর বাড়িতে ফিরে এলেন। হাসপাতালে কর্মীরা কেন নজর রাখেননি। তার এখনও চিকিৎসা চলছে এই অবস্থায় ঠিক করে তিনি কিছু বলতেও পারছেন না।
রবিবার বাদুড়িয়া থানার জঙ্গলপুর যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনায় হাতে এবং মাথায় আঘাত লেগেছিল। ট্রমা কেয়ার ভর্তি ছিলেন। সেই অবস্থায় তাকে তার চিকিৎসা চলছিল সেখানে থেকে সকলের চোখ ফাঁকি দিয়ে কি করে তিনি বাড়ি চলে এলেন কিভাবে বাড়ি এলেন তা নিয়ে বিস্মিত এলাকাবাসী। যদিও মঙ্গলবার সকালে আবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। ভোলানাথ বাবু তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে অশোকনগরের বাড়িতে থাকতেন।

