জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১৩ মে: কালবৈশাখী ঝড়ের দাপট। তার ওপর বেপরোয়া লরির ওভারটেক। লরির ধাক্কায় বেসামাল হয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছে কমবেশী ৩০ জন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পানাগড়-মোরগ্রাম সড়কের ওপর কাঁকসার রঘুনাথপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ঘটনায় জানাগেছে, এদিন বিকাল নাগাদ কালবৈশাখীর ঝড়বৃষ্টি শুরু হয় কাঁকসা, আউশগ্রাম এলাকায়। সন্ধ্যা নাগাদ দুর্গাপুর থেকে বোলপুরগামী একটি বেসরকারি যাত্রিবাস যাচ্ছিল। পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের ওপর রঘুনাথপুর মোড়ের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে একটি বেপরোয়া লরি ওভারটেক করার সময় বাসটির মুখোমুখি পড়ে। দ্রুতগতিতে থাকায় বাসের মুখে ধাক্কা মারে। উল্টোদিকে
যাত্রীবাহি বাসটি লরির ধাক্কায় বেসামাল হয়ে নয়ান জুলিতে উল্টে যায়। জানাগেছে, বাসটিতে ৫০ জনের মত যাত্রী ছিল। বেশীরভাগই নানান অফিসের নিত্যযাত্রী। ঘটনায় ৩০ জনের মত আহত হয়। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তাদের মধ্যে ১৭ জনকে গুরুতর অবস্থায় সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত যাত্রীরা জানান, “বোলপুর যাচ্ছিল বাসটি। ঝড় বৃষ্টি হচ্ছিল, ওইসময় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। তারপর বাসটি নয়ানজুলিতে ৩-৪ পাল্টি খেয়ে উল্টে যায়।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

