স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জানুয়ারি: দলীয় পার্টি অফিসে ঢুকে মারধর করার অভিযোগ উঠল দলেরই তৃণমূলের ছাত্র নেতা মনোজ সরকার ও তার দলের লোকজনের বিরুদ্ধে। সূত্রের খবর, ১২৫ তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আগামীকাল রবিবার জেলার তৃণমূল চেয়ারম্যান তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এক পদ যাত্রায় পা মেলাবেন শান্তিপুরে। সেই উপলক্ষে শহর সভাপতি অরবিন্দ মৈত্রের সঙ্গে দলের অভ্যন্তরীণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল জেলার যুব সহ-সভাপতি সৌমিত্র প্রামাণিকের সঙ্গে শান্তিপুর শহর তৃণমূল ভবনে। ঠিক সেই সময় হঠাৎ ছাত্র নেতা মনোজ সরকার ও তার দলবল এসে কাউকে কিছু না বলে লোহার চেয়ার দিয়ে আঘাত করে সৌমিত্র প্রামাণিককে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন সৌমিত্র। তড়িঘড়ি শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে জেলার যুব সহ-সভাপতি সৌমিত্রকে ভর্তি করা হয়। বাদ যায়নি তৃণমূল পার্টি অফিসও। অফিসের চেয়ায় টেবিলও ভাঙ্গচুর করে মনোজ ও তার দলবল। সৌমিত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে গত কাল রাতে সৌমিত্রর বাড়িতে মনোজ অনুগামীর ছেলেরা বোমা মারতে যায়। প্রতিবেশী লোকজনের চেঁচামেচির কারণে তখনকার মতন মনোজ ও তার দলবল পালিয়ে যায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর এই ঘটনা বলে জানা গেছে। সৌমিত্র নদিয়া জেলার তৃণমূল যুব সহ সভাপতি। এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি থেকে সিপিএম সকলে। তাদের দাবি, শান্তিপুরের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত করছে শাসক দল তৃণমূল। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখব শান্তিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আক্রান্তের পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকেই মনোজ সরকার তার বাড়ি থেকে পালিয়েছে।


