মমতার জন্ম দেওয়া দল আজ ভারতবর্ষের মাটিতে আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে: মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সবংয়ে দলীয় অফিসের পতাকা উত্তোলন এবং সবংয়ের
চাউলকুড়ি অঞ্চলে খরিকা হাইস্কুল মাঠে একটি কর্মী সম্মেলনে আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, দলের সহ-সভাপতি বাদল বেরা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব পাল-সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

এদিন বক্তব্য রাখার সময় মন্ত্রী মানস ভুঁইঞা দলের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কাজের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলনের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন, যা আজ ভারতবর্ষের মাটিতে আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। নেত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি তিনি তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে মানসবাবু বিজেপিকে তীব্র আক্রমণ ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন তারা ভারতবর্ষকে উন্নয়নের দিক থেকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের মানুষ যখন তাদের চালাকি ধরে ফেলেছে তখন রাজনীতির ময়দানে রামকে আবির্ভাব করেছে। রাম সবারই দেবতা, কিন্তু বিজেপি শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যেভাবে রাম মন্দিরকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে, ভারতবর্ষের মানুষ কিন্তু তা মেনে নেবে না। যেখানে ভারতবর্ষের মানুষ দু’মুঠো পেট ভরে খেতে পায় না, বেকার ছেলেদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, সেখানে ভারতবর্ষের গণতন্ত্রিক ঐতিহ্যকে নষ্ট করে, ভারতবর্ষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দলের সমস্ত নেতা কর্মীদের সজাগ হতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *