কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২নং ব্লকের পলাশপাই সিনেমাঘাটের সামনে পলাশপাই খালের দক্ষিণ পাড়টি বেশ কিছুদিন ধরেই মেরামতের কাজ চলছিল। সামান্য কিছুদিন আগেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে, আর এরই মধ্যে গত বুধবার রাতের বৃষ্টিতে ধসে পড়ল নদীর সেই বাঁধের বেশ কিছু অংশ।
প্রায় সময়ই বৃষ্টি হলে পলাশপাই খালের বাঁধে ধস নামে। এর আগেও একাধিকবার খাল পাড়ের ধসের ফলে বহু শৌচাগার ও বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। তবে নদীর পাড়ের এই ভাবে ধসের জন্য স্থানীয়রা দায়ী করছেন অবৈজ্ঞানিক ভাবে পলাশপাই খাল কাটাকেই।
বুধবার রাতে পুনরায় ধসের ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এছাড়াও এই বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তাই এই ভাবে ধসের ফলে যে কোনও সময় নদী বাঁধে ভাঙ্গন ধরতে পারে। তাই বেশ আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।