আমাদের ভারত, হাওড়া, ১১ ডিসেম্বর: প্রশাসনের অলক্ষ্যে নদীতে বেআইনিভাবে ফেরি পরিষেবা চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে বাগনান থানার পুলিশ রবিভার গ্রাম থেকে শেখ সইদুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানাগেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে উলুবেড়িয়ার গদাইপুর ঘাট নামে পরিচিত ঘাট দিয়ে যাত্রী পারাপার করত। অভিযোগ, এই যাত্রী পারাপারের শেখ সইদুল প্রচুর টাকা আয় করলেও সরকারকে কোনও টাকা দিত না। সম্প্রতি বিষয়টি নিয়ে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
যদিও এদিন আদালতে যাওয়ার পথে সইদুল দাবি করে প্রশাসনের থেকে অনুমতি নিয়েই তিনি নৌকা পরিষেবা চালু করেছিলেন। যদিও প্রশাসন সূত্রে খবর, এইরকম বেআইনিভাবে ফেরি চলাচলের কোনো অনুমতি দেওয়া হয়নি বা এরকম ঘাট সম্বন্ধে প্রশাসনের কাছে কোন তথ্য নেই।