পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ ডিসেম্বর: পাটকাঠি ঘেরা বাড়ির মালিকেরও নাম আসেনি আবাস যোজনায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠতেই মাঠে নামলেন খোদ জেলাশাসক। তালিকায় স্বচ্ছতা আনাই মূল লক্ষ্য, বললেন জেলাশাসক।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চক্ভৃগু, মামনা, ধাউল সহ একাধিক এলাকা পরিদর্শন করে উপভোক্তাদের সাথে কথা বলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। যেখানেই উঠে এসেছে একধিক সঠিক উপভোক্তাদের নাম, আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। যে ঘটনা নিয়ে ইতিমধ্যে শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণ সহ দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনা নিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষের সেই ক্ষোভ দূর করতেই এবারে মাঠে নেমে পড়েছে জেলা প্রশাসন। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই সেই সব এলাকা খতিয়ে দেখে যাবতীয় পদক্ষেপ গ্রহন করছে জেলা প্রশাসন।
জানাগেছে, ইতিমধ্যে প্রকাশিত আবাস যোজনার তালিকায় একাধিক ভুয়ো ব্যক্তির নাম উঠেছে। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে দ্বিতল বাড়িওয়ালা ব্যক্তিদেরও নাম উঠেছে তালিকায়। শুধু তাই নয়, একই ব্যক্তির একাধিকবার নামও উঠেছে সেই তালিকায়। যা নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছে খোদ জেলা প্রশাসনও। এদিকে নতুন করে জেলায় প্রায় দেড় লক্ষ মানুষ আবাস যোজনার জন্য আবেদন করেছেন। সেইসব দিক মাথায় রেখেই স্বচ্ছ আবাস যোজনার স্বার্থে এবারে মাঠে নেমেছে খোদ জেলাশাসক থেকে শুরু করে অনান্য সরকারি আধিকারিকরাও।
জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, আবাস যোজনার তালিকায় অস্বচ্ছতা রুখতেই তারা নিজেরা মাঠে নেমেছেন। সরকারি চাকরিজীবিদের বেশকিছু
নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। প্রকৃত গরিব মানুষরা যেন এই প্রকল্পের উপকারিতা পায় সেই লক্ষ্যেই তারা সমস্ত আধিকারিকরা বিভিন্ন প্রান্তে মাঠে নেমে পড়েছেন।