পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: জেলায় জেলায় বিজেপির বিজয়া সম্মিলনী। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে শান। কিন্তু, পদ্মের ঘরোয়া কোন্দলে লাগাম পরানো গেল কি? প্রশ্ন রয়ে গেল বিজেপির অন্দরেই।
বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। তার আগে বিজয়া সম্মেলনকে সামনে রেখেই জনসংযোগে নামে পদ্ম ব্রিগেড। উদ্দেশ্য ছিল মূলত দু’টি। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে শান। এবং বিজেপির ঘরোয়া কোন্দলে লাগাম টানা। সেইমতো ঘাটাল সাংগঠনিক জেলাতেই বিজয়া সম্মিলনীর আয়োজন করলো বিজেপি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন গেরুয়া শিবিরের বিজয়া সম্মিলনী থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শান দেন বিরোধী দলনেতা। পাশাপাশি রাজ্য জুড়ে রেশন দুর্নীতি সহ সমস্ত ক্ষেত্রে লাগামহীন দুর্নীতিকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, বিধায়ক শীতল কপাট, রাজ্য মহিলা মোর্চার নেত্রী অন্তরা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।