সাথী দাস, পুরুলিয়া, ৩ জুন: পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে বৈদ্যুতিক মিটারে। ধোঁয়া আর কেবলের পোড়া গন্ধে ভরে যায় চারতলার সবর্ত্র। তৎপরতার সঙ্গে সেখানকার ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে প্রাথমিক অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

দফতর থেকে সমস্ত কর্মীরা দ্রুত বেরিয়ে পড়েন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন দ্রুত। আগুন বড়সড় আকার ধারণ না করলেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে। ক্ষয়ক্ষতির সেরকম কিছু হয়নি। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পান কর্মরত স্বাস্থ্য কর্মীরা। পাশেই অন্য একটি বিভাগ রয়েছে। কাজেই আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর আকার নিত বলে আতঙ্কিত স্বাস্থ্য কর্মীরা জানান।

সহকারী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: মনোজ কুমার মুর্মু বলেন, “ওভার লোড, নাকি লুজ কানেকশন জানি না। তবে, আগে থেকে রুমের লাইটগুলো ঠিক মতো জ্বলছিল না। তার পরই আগুন লাগার খবর পাই। তখন ধোঁয়ায় ভরে গিয়েছিল। যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও আজ দফতরের কাজ করা যায়নি।”

