আমাদের ভারত, নদীয়া, ২১ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পঞ্চমীর সকালে দুস্থ ও অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজশেখর পাল। মাজদিয়ার শিবনিবাস মন্দিরের রামসীতা মন্দির চত্বরে প্রতিদিন অনেকেই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। বুধবার সকালে
সেই সব মানুষদের কারও হাতে নতুন কাপড়, ধুতি, কাউকে পাঞ্জাবি পায়জামা, কাউকে চুড়িদার এবং কচিকাঁচাদের জামা প্যান্ট তুলে দিলেন রাজশেখর পাল। তবে শুধু পুজোয় নয় সব সময় বিভিন্ন সামাজিক কাজ করেন তিনি। কখনো প্রাকৃতিক দুর্যোগ আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে কখনও করোনা পরিস্থিতিতে কাজ হারা মানুষদের পাশে দাঁড়িয়েছেন।