গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৪ নভেম্বর: পুরশুড়া থানার বিভিন্ন এলাকার নিরাপত্তা খতিয়ে দেখলেন পুরশুড়া থানার ওসি সহ পুলিশ অফিসাররা। জানাগেছে, পুরশুড়া থানা এলাকায় বিভিন্ন জায়গায় সমাজ বিরোধীরা যাতে অসামাজিক কাজ না করতে পারে এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিন্ত করতেই এই পদক্ষেপ। রবিবার পরশুড়া থানার সোদপুর পঞ্চানন তলা এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়ে কথাও বলেন। নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন।
পুড়শুড়া থানার পুলিশের এই পদক্ষেপে এলাকার মানুষজন খুবই খুশি। এলাকাবাসীরা জানান, আমাদের পরশুড়া এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা খতিয়ে দেখতে এলাকায় এলাকায় ঘুরছেন পুলিশ আধিকারিকরা। এতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত।