প্রসূতির গায়ে হাত তোলার অভিযোগ ঘাটাল হাসপাতালের নার্সদের বিরুদ্ধে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: প্রসূতির সঙ্গে দুর্ব্যবহার এবং গায়ে হাত তোলার অভিযোগ উঠল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে।

জানাগেছে, এর আগেও হাসপাতালের কয়েকজন নার্সের দুর্ব্যবহার সম্পর্কে রোগীদের বাড়ির লোকজন একাধিকবার অভিযোগ করেছেন।

ঘাটাল থানার চকলছিপুর গ্রামের বাসিন্দা অভিযোগকারী শেখ আসাদুল হক রবিবার সকালে জানান, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ তার বৌমা কিসমাতারা বিবি প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অভিযোগ, প্রসূতির প্রতি নার্সরা অশ্লীল গালিগালাজ করেছেন, এমনকি গায়ে হাত তুলেছেন।

এ বিষয়ে লিখিত অভিযোগ পত্র তিনি অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমাশাসক এবং ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দিয়েছেন।

তাঁর আরও অভিযোগ, হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে তিনি অভিযোগ নেননি।

যদিও সুপার সুব্রত দে এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রোগীর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেছেন। তারপরই তদন্ত কমিটি তৈরি হয়েছে, নার্সদের জিজ্ঞাসাবাদ করা হবে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, প্রসূতির প্লাসেন্টা অর্থাৎ যা শিশুর সাথে মায়ের সংযোগ স্থাপন করে তা বের করতে হয়, সেই সময় অনেক ক্ষেত্রেই রোগীদের সহযোগিতা চাওয়া হয়।

এ বিষয়ে এসিএমওএইচ দুর্গাপদ রাউত বলেন, তিনি অভিযোগ পেয়েছেন, সুপার কি ব্যবস্থা নেন তা দেখে তিনি পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, এরকম ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই গর্হিত কাজ, তিনি বিষয়টি দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *