জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে জানাগেছে, জেলায় দশ হাজার ছয়(১০০০৬) জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আট হাজার দুশো তেইশ (৮২২৩) জন সুস্থ হয়েছেন। অর্থাৎ সুস্থতার হার প্রায় পঁচাশি ৮৫ শতাংশ। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার পাঁচশ ছেষট্টি (১৫৬৬) জন। জেলার বিভিন্ন করোনা হাসপাতাল ও সেভ হোম মিলিয়ে তিনশো চব্বিশ (৩২৪) জন চিকিৎসাধীন রয়েছেন। উপসর্গহীন এক হাজার দুইশ বিয়াল্লিশ (১২৪২) জন নিভৃত আবাসে রয়েছেন। গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা একশ সাতান্ন (১৫৭) জন বলে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানাগেছে।