সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৬ আগস্ট: লালারসের নমুনা সংগ্রহ করার হার বাড়াতেই সংক্রমণের সংখ্যা বাড়ছে পুরুলিয়ায়। জেলায় আজ নতুন করে ১৮ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। ফলে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩০২ জন। এর মধ্যে পুরুলিয়া শহরে মোট ৫৭ জন আক্রান্ত হয়েছেন। আজও ৪ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগে রেখেছে প্রশাসনকে।
এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে ১৯৭ জন করোনা মুক্ত হয়ে গেছেন। জেলায় আজ জেলায় মোট ৮২৮ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।