জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, আক্রান্ত ১৮০০ জন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর: জলপাইগুড়ি জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। আক্রান্তের সংখ্যা প্রায় আঠারো’শো ছুঁই ছুঁই। জলপাইগুড়ি পুরসভা এলাকায় এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৬ জন দাবি পুর কর্তৃপক্ষের। সকলেই বাইরে থেকে এসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে দাবি। পুজোর আগে ডেঙ্গি মোকাবিলায় জোর দিয়েছে পুর কর্তৃপক্ষ। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে ডেঙ্গির মশা মারতে স্প্রে করার পাশাপাশি জঞ্জাল সাফাইয়ে জোর দেওয়া হয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত জলপাইগুড়ি সাব ডিভিশনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৭১ জন বাসিন্দা, মালবাজার সাব ডিভিশনে আক্রান্ত ১৩০১ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মালবাজার ব্লকে। সেখানে ৮৭৪ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে।

জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,”শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। জলপাইগুড়িতে সেই তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম৷ আমরা পুজোর আগে ডেঙ্গি রুখতে স্প্রে করার উপর জোর দিয়েছি। এক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে। বাড়তি কর্মীকে কাজে লাগানো হয়েছে। শহরের প্রত্যেক নাগরিকদের উদ্দেশ্যে বার্তা মশারি ব্যবহার করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *